বৃত্তান্ত
শুরুর কথা
আমাদের শুরুটা হয়েছিলো মির্জা গালিবের কবিতা পড়ে বিমোহিত হওয়ার মাধ্যমে। মূলত আমি নিজের জানার জন্য মহান ব্যক্তিদের বই পড়তাম। বইয়ের কিছু লাইন একদম বুকে এসে লাগতো, চিন্তা-চেতনায় আঘাত করতো। কী সুন্দর কথা, কত সুন্দর উপলব্ধি এবং সাগরের চেয়েও গভীর সেসব কবিতা। তখনই ঠিক করলাম এই লাইনগুলো যদি সুন্দরভাবে উপস্থাপন করে প্রচার করা যায়, তাহলে আমার মতো অনেকেই উপকৃত হবে।
ফেসবুক
মির্জা গালিবের কবিতা থেকে কিছু উক্তি বাছাই করে ৪টা ছবি ডিজাইন করলাম যেন তা প্রচার করা যায়। কাছের কিছু বন্ধু ছাড়া কেউই উক্তিগুলোতে আগ্রহ দেখালো না। কারণ আমার ফেসবুকের পরিসর খুবই ছোট। তাছাড়া সবাই আধুনিক কবিতা পড়ে অভ্যস্ত, বড়জোর ত্রিশ দশকের কিছু কবি বা রবীন্দ্রনাথ-নজরুলের কিছু গান-কবিতা বা এর বেশী অতীতে যেতে তারা প্রস্তুত ছিলো না। সেখানে শত শত বছর আগের লেখায় তাদের আগ্রহ থাকবে না স্বাভাবিক। এরপর ভাবলাম বড় প্ল্যাটফর্মে উক্তিগুলো প্রচার করলে হয়তো আরো ছড়ানো যেতো। মির্জা গালিবকে নিয়ে কাজ করে এমন একটা পেজে বার্তা দিলাম। তাদের পেজের লোগো ব্যবহার করে উক্তিগুলো আপ্লোড করার প্রস্তাব দিলাম, এমনকি এটাও বললাম যে, এসব ছবির সমস্ত ক্রেডিট সেই পেজের হবে। এখানে আমার কোন কিছুর চাওয়া ছিলো না, এটুকু ছাড়া যে তা প্রচার হোক, মানুষের বুকে যেয়ে লাগুক, বিদ্ধ হোক। কিন্তু আফসোস ! আমার মেসেজ তারা দেখলেনও না। প্রতিদিন ৪/৫ বার গিয়ে দেখে আসতাম যে তারা দেখলেন কী না ! এভাবে অনেকদিন কেটে গেলো। কোন উত্তর না পাওয়ায় আমি সিদ্ধান্ত নিলাম নিজেই এমন একটা প্ল্যাটফর্ম তৈরী করলে কেমন হয়।
হাফিজ-রুমি-খৈয়ামের কবিতা ও অন্যান্য
২০২০ সালের ১১ এপ্রিল একটা পেজ খুলে ফেললাম, যার নাম হাফিজ-রুমি-খৈয়ামের কবিতা ও অন্যান্য। মাওলানা রুমি, কবি হাফিজ, বিজ্ঞানী ও কবি ওমর খৈয়াম, মির্জা গালিব, মহাকবি ফেরদৌসী, আল্লামা ইকবালের মতো ভুবনজয়ী কবিদের লেখা বা কবিতা থেকে বিভিন্ন উক্তি বাছাই করে যেন প্রচার করা যায়, সেইজন্যই এই নাম দিলাম। এবং সিদ্ধান্ত নিলাম কখনো কারো কাছে পেজের জন্য লাইক-কমেন্ট-শেয়ার ভিক্ষা করবো না, অজাচিত জায়গায় পেজের লিংক পেস্ট করবো না, নিজের মতো কাজ করবো, যদি কারো ভালো লাগে, সে লাইক দেবে। কাছের কিছু বন্ধু সহায়তা করলো। খুব অল্প সময়ের মধ্যেই পেজের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরী হলো। এক মাসের কম সময়ের মধ্যে পেজের রিচ ৫০ হাজার ছাড়িয়ে গেলো। মাওলানা রুমির উক্তির প্রতি সবার আগ্রহ দেখে আমি নিশ্চিত হলাম হাজার বছর আগেরও যদি ভালো কোন কাজ জাতির সামনে উপস্থাপন করা যায়, জাতি তা অবশ্যই গ্রহণ করবে। এরপর একই নামে একটা গ্রুপ বানালাম। এরই ধারাবাহিকতায় আজ (২৩ মে, ২০২০) এই ওয়েবসাইট খুললাম।
ওয়েবসাইট
অতীতে ফেলে আসা মহান মনীষীদের আবার সামনে আনতে চাই। এটাই আমার ইচ্ছা। ফেসবুকের পাশাপাশি অন্যান্য মাধ্যমেও আমি চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস জাতির এই ক্রান্তিলগ্নে অতীতের মহামানবেরা আমাদের পথের দিশা দেখাবে। প্রথমে ব্লগারে একটা ফ্রি ডোমেইন দিয়ে শুরু করেছিলাম ওয়েবসাইট। ডোমেইন নাম ছিলো hafiz-rumi-khayyam.blogspot.com । এরপর ১১ মে, ২০২০ তারিখে spiritual-poetry.xyz ডোমেইনটি ক্রয় করে রিডিরেক্ট করা হয়েছে। তবে ভবিষ্যতে নিজেদের পরিপুর্ণ একটা ওয়েবসাইট বানানোর আশা আছে।
কোন মন্তব্য নেই
নতুন মন্তব্যগুলি মঞ্জুরিপ্রাপ্ত নয়৷