Header Ads

Header ADS

কীভাবে তাঁর নাম মাওলানা রুমি হয়ে উঠলো?

বিশ্ববিখ্যাত মুসলিম বিদ্বান মাওলানা রুমির প্রকৃত নাম জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ। কালক্রমে বিভিন্ন দেশে ও ভাষায় বিবর্তনের মাধ্যমে তিনি এখন মাওলানা রুমি নামে খ্যাত। কিন্তু কীভাবে জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ থেকে তিনি মাওলানা রুমি হয়ে উঠলেন?

জালাল-উদ-দ্বীন মোহাম্মাদের জন্ম ১২০৭ সালে বলখ শহরে। শহরটি গ্রেটার খোরাসানের অন্তর্ভুক্ত। বর্তমানে শহরটি আগফানিস্তানের বলখ প্রদেশের মধ্যে রয়েছে। বলে রাখা ভালো, আফগানিস্তানের অধিকাংশ অংশ, ইরানের পুর্বাঞ্চল,  দক্ষিণ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিভিন্ন অঞ্চলকে একত্রে খোরাসান বলা হতো। বালক বয়সে জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ তাঁর বাবার সাথে বলখ ছেড়ে পশ্চিমে যাত্রা করেন। বলখ শহর থেকে আসার জন্য তার নাম হয় জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ বলখী। জালাল শব্দের অর্থ মহিমা, গৌরব, বড়ত্ব ইত্যাদি এবং দ্বীন শব্দের ধর্ম, জীবন বিধান বা আদর্শ। নামের যথার্থতা আসলেই তার কর্মের মাধ্যমে সিদ্ধ হয়েছে। জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ আসলেই আমাদের দ্বীনের সৌরভ বিশ্বময় ছড়িয়েছেন।

জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ বলখী একজন উচ্চ মর্যাদার আলেম ছিলেন। একসময় তার জীবনে শামস-তাবরিজির আগমন ঘটে এবং সবকিছু পালটে যায়। তিনি ক্রমশঃ আলেম থেকে সাধক হয়ে উঠেন। তার জ্ঞান ও আত্মশুদ্ধির প্রসিদ্ধি চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই তাকে মাওলানাদের মাওলানা বলা শুরু করলেন।

মাওলানা জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ বলখী সেই সময় বসবাস করতেন বাইজেন্টাইন সাম্রাজ্যের একটি অঞ্চলে, যা মূলত রোমান সাম্রাজ্যের অংশ। রোমান শব্দটি আরবিতে এসে বিবর্তিত হয়ে ‘রুম’ রূপলাভ করে। আল কুরআনে এই নামে একটা সূরাহও আছে। মাওলানা জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ বলখীর নামের শেষে বলখী শব্দটি মুছে যেতে শুরু করে। রোমান সাম্রাজ্যের বসবাসের জন্য তার পরিচিতি পায় রোমান তথা রুম-ই হিসেবে। সবাই তাকে রোমানের মাওলানা বা মাওলানা রুমি বলে ডাকতে শুরু করে। এই নামটা এতোই প্রচার লাভ করে যে তার আসল নাম জালাল-উদ-দ্বীন মোহাম্মাদ হারিয়ে যেতে বসে। তুর্কিতে তাকে মৌলভি রুমি নামেও ডাকা হয়। বিংশ শতাব্দীতে এসে যুক্তরাষ্ট্রে মাওলানা রুমির কবিতা দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। পশ্চিমারা সাধারনত সবাইকে নামের শেষ শব্দে ডাকতে পছন্দ করে। তারা গোটা নামের চেয়ে শুধু রুমি নামটি জনপ্রিয় করে বিশ্বময়। বর্তমানে অমুসলিমরা শুধু রুমি নামে বলতেই বেশি পছন্দ করে। তবে মুসলিমরা তাকে মাওলানা রুমি এবং আরো সম্মান করে হজরত মাওলানা জালাল-উদ-দ্বীন রুমি (রহঃ) বলে সম্বোধন করে থাকে।

যুক্তরাষ্ট্রে মাওলানা রুমিকে জনপ্রিয় করেছেন কোলম্যান বার্ক্স নামের এক কবি ও গবেষক। বিস্তারিত জানতে পড়ুন এই নিবন্ধটি

এছাড়া আরও পড়ুন

১) মাওলানা রুমির সাথে ইবনে আরাবির কি দেখা হয়েছিলো?

২) মাওলানা রুমির মৌলভী রেজিমেন্ট ও ১ম বিশ্বযুদ্ধ

৩) শেখ সাদির গল্প   


কোন মন্তব্য নেই

rusm থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.